ভুল পথে যদি চলো সকলের সাথে
ভুল বোঝা যায় না মোহ ভুলে মেতে
সাথ ছাড়ি দেখ চাহি বাস্তবে ফিরে
পথ সবই যায় পিছে মিছে হুল্লোড়ে
দিন শেষে সাঁঝ নামে শূন্যের ঝুলিতে
গোর খুঁড়ে ভরে যাও জ্ঞাতির খুলিতে
দল ভারী দেখে শুনে নাও তুমি পক্ষ
এই নহে ধ্যান জ্ঞান চেতনার লক্ষ্য।

দাও ছেড়ে সংঘ মিথ্যের বুলিয়ানা
লহ তুলে নিজ হাতে দৃঢ়তার ঠিকানা
যথা পথে একা চলা মহাজ্ঞানীর ধর্ম
চেতনার নীড় বেঁধে করে যাও কর্ম।


ধৃতি রাজ