প্রকৃতির তরে প্রকৃতি মোরা
ভুলি সবে দিন রাত
উদ্দামে মাতি পঙ্গু ভাবনে
সুজনের খাই জাত।

মিলিয়ে মেলাই পুনরুক্তি
কল্পের জাল বুনে
মূর্খের লাগি মূর্খ সাজি
মূর্খের রাজা হতে!

হযরলব কলা রচনায়
রুচি নামে নিম্নে
চেতনার হার শূন্যে হারায়
সমাজ প্রজন্মে।

থামিনা তবুও কল্পের মোহে
অন্ধের অনুভবে
সেরার শিরোপা ছিনিয়ে লব
অবোধের সায় পেয়ে।

এমন ভাবনায় ডুবেছি যারা
জীবন মরণ পণে
সমাজ ডোবাই অন্ধকূপে
তারাই নিত্যদিনে।

প্রকৃতি হতে প্রকৃতির জ্ঞান
সভ্যের গুণমান
জ্ঞানীর তত্ত্বে গায় অজ্ঞানী
মূর্খের জয়গান!


ধৃতি রাজ