জীবন চলনে আঁধার দশা, নও তুমি একা!
মিছে ঠকান হৃদয়ে চষা বন্ধ করো বাছা,
পাহাড়ের জল বয়
কল্ কল্ কথা কয়
একই পথে গতি পায়, পায় সাগরের দেখা।

হেথা হোথা যাও যেথা সাথী অনুরূপা
ধরণী দুয়ার খুলে দেখ, নও তুমি একা!
আকাশ নীলিমায়
অপনয়ে হিংসায়
বারি মাটি বায়ু তাপে মোরা শতরূপা।

অলীক যত কথা কুল দেয় গণধোকা
তব আঁধারের গড়া পথে পাবেনা ঠিকানা,
মরিচিকা পিছে নয়
বস্তুতে সিধে হয়
পরিমাপে চেয়ে দেখ এই, নও তুমি একা!


ধৃতি রাজ