অধিকার দমে নির্মম থিমে শাসকের দরবার
দুর্মর জেদী মারিতেছে চাষী সন্তান হুশিয়ার!
খোক্কস ভূপতি শান্তির বৃতি করিতেছে ভাঙচুর
নির্বোধ গতি হীন তার মতি দলিতেছে করি কসুর;
বিদ্রোহে আজি সমর বিভূতি মাখিতেছে মজদুর,
হিসাবের পাতা মিলাবে চিতা হিম্মত কত কার?
রক্তের জোরে চাষের দোরে কৃষকের আনাগোনা!
কন্ডন তুষে কৃষকের আশ, শাসকের আশ দানা!
বোঝে না কভু নৃশংস প্রভু! বেদনার যন্ত্রণা!
খুদাকাতরে নামিয়াছে পথে তাহারা জোগানদার!
কতকাল আর রক্তের ভাঁড় চাষীদের দিতে হবে?
কত রক্তের বিনিময়ে বলো তাহারা মুক্তি পাবে?
কত শোষিতের রক্ত মাংসে তোমাদের পেট ভরিবে?
রক্তে লিখিবো হিসাবের খাতা ভূমিকা কুলাঙ্গার!
ঘনীভূত ব্যথা সঞ্চিত বুকে ঝরিতেছে অভিমান
যবনিকা খুলে পরাইছে তাজ কৃষকের বলিয়ান
কৃষক রাখিছে কৃষকের মান গাহিয়া সাম্যগান,
দুর্দম চাষী নির্মল দিশি তোলপাড়ে অবিকার।
সন্তানবীর জেগে তোলো শির খন্ডিতে দুরাচার
জাতিবাদী ঘোর বিষাক্ত ডোর সন্তান হুশিয়ার!
ধৃতি রাজ
* কবিতাটি শ্রদ্ধেয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর "কান্ডারী হুশিয়ার" এর প্রেরণা আছে তাই শ্রদ্ধার সাথে তাঁকেই উৎসর্গ করা হলো।
ভুলত্রুটি মার্জনীয়।