ছুটছে ডাকাত চোরের পিছে
চোর চোর রব তুলে
জনতা ছুটছে ডাকাতের কাছে
চোরের বিচার দিতে।
ঢং সংয়ে রঙে ডাকাত ঝলকে
ভাষণে ফুলায় বুক
ভরসা গুনতে আলোচনা ঝড়
জনতার মহা সুখ।
যোগ্য আপন জাত পাকা চোর
গোপনে চুক্তি সারে
কেহ চুরি ধন কেহ বেশি দিয়ে
চলে ধর্মের ছাড়ে।
রোষানল হতে বাঁচাতে দারুণ
শরিকে রাখে জেলে
সময় প্রলেপ জনতায় দিয়ে
চুমু খায় দুই গালে।
কেউ মিশে যায় ডাকাতের দলে
ছোট সর্দারী পেতে
ডাকাত শাসকের শাসন সিধে
সিধে জনতা তাতে।
চোলাই ইংলিশ জোগায় নেতা
জনতার জোর তালি
খুশির লহরে অকাল উৎসব
ডিজের সাথে হোলি।
শতভাগ দেশে ব্যবসা শাসনে
ডাকাতের আস্তানা
বিদেশী তারাই খাঁটি নাগরিক
বাকি সব খরকুটা।
আদি ভারতের বিরাট জনতা
মনুবাদী গ্যাঁড়াকলে
গোলামীতে কেন শান্তি খোঁজ
ডাকাত নির্বাচনে?
ভুলে গেছ কি এই ডাকাতই
ধ্বংস করেছে সিন্ধু,
স্বাধীনতা নামে টুকরো করেছে
বাকী ভারত জম্বু।
জাতি ভাগে আর ধর্ম খেলায়
ডাকাতই সর্বনাশা
ক্ষমতা লোভী লুটেরা খবিশ
কেবলই রক্তচোষা।
আদি জনতা, নির্ভয়ে এসো
সুবোধের মহামন্ত্রে
গোলামী ছেড়ে রাজা হও তুমি
অধিকার গণতন্ত্রে।
ধৃতি রাজ