চাপ ধরা যন্ত্রণা কলিজা চেপে ধরে রোজ,
ঝাপসা হয়ে যায় তোর মায়া জড়ানো আবদার;
তোর স্বার্থ মোড়া ভঙ্গিমায় আমি নিষ্পিষ্ট, তবু খুঁজেছি বার বার প্রতিযোগিতা,
খুঁজেছি তোর উন্নতির উত্তর-আধুনিকতার পথ,
যৌবন মাধুরী বিসর্জনে!

ভালোবাসা উজার করে শেষে যখন নিঃস্ব হলেম তোর দরবারে
রিক্ত হলেম পরিমিত ছায়া ঢেলে,
সেদিন, সেদিন তুই পরিপুষ্ট পরিপূর্ণ অহংকারী;
নির্ভরযোগ্য আগামী।

' উৎসর্গ ' শব্দ চিরকালই ভয়ংকর!
তোর প্রলুব্ধ শিখরে, সেটা না পাওয়া অস্বাভাবিক কিছু না, বরং -
অবলীলায় যে নুইয়ে দেয়,
নিঙরে নেয় তোর অহংকারী ভালোবাসা,
পিষে দেয় অহংকারী শৈলী,
স্বস্তির বিচরণ তোর সেখানেই,
সেখানেই রয়ে যায় ভালোবাসার সঞ্চারিত ঠিকানা!


ধৃতি রাজ