শিখবে যদি সময় জ্ঞান সময় ধ্যানে
যাও তবে ঐ গাঁয়ের ও খগার পানে,
প্রতিকূল জীবন ধারায় কেমন করে
ভোর থেকে মাছ ব্যাচে সে সময় ধরে,
হনহনিয়ে ছুটে চলে মাথায় মাছের ঝাঁকা
দিন-ঘন্টা মিনিট সেকেন্ড পায়ে তার বাঁধা।

চার ঘন্টায় চারটে গ্রামের আদ্যন্ত যথা
ক্ষণেই ফিরে পাবে আরেক গায়ের মাথা
শুনেই মাছের 'ছ' র টান যাও যদি ছুটে
পেলেও পাবে পাড়ার শেষ শান্তি মোড়ে,
সময় নিয়ে প্রশ্ন বাণ যদি ছুড়ে দাও
দশের মাছ হাজার? পাবে নাকো তাও,
চোখ পলকে হয় মাপা সূক্ষ্ম দাঁড়িপাল্লা
সন্দেহে তড়িৎ বেগে অমনি চলে হাঁকা।

বয়স'টা তার ষাটের পর অবসর কাল
নিরুপায় দুই প্রাণের দায় বড় অকাল;
মনের ব্যথা পূর্ণ ডালায় দিলে হাত
পচন গন্ধে নিপাত যায় দিনের ভাত
জীবন যুদ্ধে ব্যথার পাড়ে নীরব সয়ে
জমাট বাঁধা কান্না চাপে বুকের মাঝে,
নিত্য দিনের সময় জ্ঞানী, খগা জেলে
সময় জ্ঞানে সময় ধ্যানে এগিয়ে চলে।।


(খগা> কোন ব্যাক্তির নাম।)
DHRITI RAJ