জং ধরা অন্তর সাফ করো, করো হে
কোন্ দিকে চেয়ে আছো?
তোমাকেই বলি যে;
কানে কালা হয়ে গেছ ভ্রান্তির পাহাড়ে
তোমারই অন্তর জং ধরা, আহা রে!
জং ধরা অন্তর সাফ করো, করো হে
কোন্ দিকে চেয়ে আছো?
বিষ ভুষা পড়শীতে;
উপাদান অনুকূলে শতগুন জং বাড়ে
ক্ষয়ে গেলে পাবেনা খাঁটি তল, অন্তরে।
ধৃতি রাজ