যন্ত্রণাময় গহন গভীর কোমল হৃদয়
নিঃশব্দ নিরলায় ক্ষতের সৃষ্টি হয়
মোড়ক মুড়ে আগলে চলে যতন
উহ্য সুন্দরীয়তায় হৃদি মেল বন্ধন
কেহ চায় মানবতায় উত্তীর্ণ করণ
কেহ মানবতা বৃত্ত মধ্যে অবিদ্যমান,
জীবন কাটায় দৃশ্য মৌলিক চাহিদায়
আবদ্ধ প্রেম জৈবিক আস্বাদনে হায়।
কৃত্রিম দশায় চলছে নেশায় মোহে
সমন্বয়ী মনন গড়া সব আধ্যাত্মে
কোষের ক্রিয়া হারায় যখন শেষে
নিয়ম আহূতে রূপান্তর জীব জড়ে
সংগঠিত পরিবেশে জড় জীব আবিষ্ট
রূপান্তরে চলছে খেলা আদি বৈশিষ্ট্য।
DHRITI RAJ