তোমার সে প্রেম হয়নি মলিন স্মৃতির রাজ্য ভূমে
রয়েছে জড়ায়ে কলিজা মাঝে ছিন্ন শতক মূলে
ভুলিবার তরে বর্ষ গিয়াছে উড়ে
জ্বলিয়া পুড়িয়া বেরঙ ঘিরেছে ধীরে
তবু কমেনি শ্বাস ছন্দগতি লাবণ্যতা ঝরে।
ফিরে ফিরে চায় দিনগুলি মোর বেদনার ধূল মেখে
কন্ঠ শুকায় নিদারুণ সে পতিত মরুর বাঁকে
খুঁজি অনিবার, যতদূর যায় চোখ
ভেসে ওঠে তব মায়া জড়ানো মুখ
মেঘ ভাঙিয়া নামিলে বৃষ্টি প্লাবনে জুড়ায় বুক।
জীর্ণ দেহে যুবক মনের চলন, যায় না তো ঘরে বাঁধা
স্মৃতির আড়ালে খেলে যায় সদা নির্জন ভালোবাসা
আপন ধ্যানে আপনারে দিই সঁপে
লহো ওগো অঞ্জলি, আজি নিঃশেষ থরে
না হয় রহিবে বিদীর্ণতায় রহিবে সমাধি পরে।
ধৃতি রাজ