চেয়ে দেখি ছোট জীবন খানায়
নাহি পাওয়া কিছু বাকি
ভেদ ব্যথা বিরহ, হতাশা জ্বালা
দেয়নি তো কেহ ফাঁকি,
ভালোবেসে তারা পূর্ণ করেছে
জীবনের প্রতি কোণা
রয়ে গেছে আমার অশ্রু ধারায়
পারেনি কাটাতে মায়া
জড়ায়ে ধরেছি আমিও সজোরে
সন্ধ্যার কালি মেখে
লয়ে যাবো সাথে রাত্রি নিবাসে
চির সমাহিত সুখে।
ধৃতি রাজ