কুটিল দায়ে কবির ধারা জমায় পথের সভা
বিদঘুটে সব ইতর ভাষণ ভাবে চন্দ্রিমা দফা
লাশের সিঁড়ি বানিয়ে মজে দখলদারি ছকে
বিচার চায় গোদার পাল প্রশ্নে পাহাড় এঁকে
উদ্যোম দরে ধান্দাবাজ তোলপাড়ে নেয় সুখ
রঙ বিন্যাসে উজ্জ্বল করে হিংস্র গোদার মুখ।

মিডিয়া যেন মূখ্য হাকিম মাথা নষ্টের গোড়া
প্রচার তন্ত্রে জ্ঞাতি সতী বিচার বেগুন পোড়া
প্রতিযোগের পাতায় পাতায় ঘৃণ্য বিরাগ ছবি
বিভেদ গড়তে শিক্ষা ভাঙে পুঁজিপতির লবি
মানুষখেকো মানুষ জাত পৃথিবীর নীচ দূষণ
বর্বর তাদের রক্তের ধারা অমানবিক ভীষণ।

সব জান্তা অতি-সাধারণে নেশায় নেশা জুড়ে
দম পুড়িয়ে ধর্ম ফানুস উড়ায় আকাশ পারে
ফুর্তির রঙে রঙিন আভা ভুলায় জবাবী ভাষা
ধাঁধার লহরে আলাভোলা হারায় পথের দিশা
নেশায় মেতে ধ্বংস করে জীবন প্রকৃতি কুল
দূষণ মুক্ত জ্ঞান হীনতায় ফোটেনা সাম্য ফুল।



ধৃতি রাজ