তোর জন্যে পড়া ছেড়ে আজ আমি শ্রমিক
তোর সাথে ধরা খেয়ে সবাই জেনে ছিল
আমি তোর প্রেমিক
আমি আজও তোর ছেঁড়া জামার প্রেমিক।

কাজের চাপে ঘামে ভেজা শরীর
গন্ধের নেশা মাখা সময় অবসানে
মনে পড়ে আমি তোর প্রেমিক
আমি আজও তোর ছেঁড়া জামার প্রেমিক।

দিন শেষে বাড়ি এসে বোতামটা খুলে দেখি
প্যাচপেচে বুকে লেখা তোর নাম,
ভাত মুখে নোনাজলে, আমি তোর প্রেমিক
স্কুল ছেড়ে আজও আমি তোর প্রেমিক,
আমি আজও তোর ছেঁড়া জামার প্রেমিক।



গীতিকাব্য
ধৃতি রাজ