এ মন দিয়ে গেলাম
যখন কিছু নেই দেওয়ার
যেওনা ভুলে তুমি যে আমার
শুধু যে আমার -।।

তুমি আপন হিয়ায় বাঁধলে আমায়
তোমার ভালোবাসা ছোঁয়ায়
স্মৃতি জড়ানো স্বপ্ন আশায়
জুড়ে দাও বাঁধন খুলে দাও দ্বার
যেওনা ভুলে তুমি যে আমার
শুধু যে আমার।


তুমি প্রেমের ভাষায় বললে কথা
হৃদয়ের যত গোপন ব্যথা
রইল সবই অমর গাঁথা
নতুন সাজে পরালে গলায় হার
যেওনা ভুলে তুমি যে আমার
শুধু যে আমার।



গীতিকাব্য
ধৃতি রাজ