এ ধরা যখন পূর্ণ হবে
পাপ গুণাহ অপূণ্যে!
অবতার আসি শুধরাইবে
বলিছে ধরম গ্রন্থে!
সাহিত্য নয় বাস্তবে কও
আপদ বিপদ জীবে,
রক্ষার তরে জুঝিয়াছে কে?
দাঁড়ায়ে সমর সমনে।
আসে না মূর্তি ঈশ্বর দূত
আসেনা কল্প মন্ত্র
অজ্ঞানতায় অসহায় বোধ
শুকায় কলিজা তন্ত্র
প্রকৃতি সবার জীব কিবা জড়,
সবই মিলে প্রকৃতি,
কল্পের কোন ঠাঁই নেই, আছে
ক্রমবিকাশ স্বীকৃতি।
ঘোর বিপদে দুর্দিন জীবে
দেখিয়াছি যুগে যুগে,
সঙ্ঘবদ্ধে জীবেই রোধে,
বাঁচাতে গোত্র কুলে।।
ধৃতি রাজ