ঘুচাই আজি গহিন ব্যথা যত সর্বনাশের ধাঁধা
কোন্ সে পথে আশার আলো আঁধার চূড়ায় বাঁধা?
দেখব এবার জগৎ ফুঁড়ে বাধটা কোথায় বাধে
কাহার জন্যে মানবতা রোজ বিজন ঘরে কাঁদে?
কোন্ মানবে গাইছে সে গান ভিন্ন মতে ঐক্য?
বিরোধ মতের অসার কল্প বিবাদের মূল নিত্য!

গড়ছে বিভেদ জন্মের পর বাহ্যিক রূপে বহে
মাথায় ঢোকায় কল্প লেপন সৃষ্টির গোড়া নহে
নেশায় ভরা ধরমের গান মানবতা সুর বোলে
বিস্তার তাহা হিংসার জালে বাস্তব নাহি ভালে
গাইছে জবর মালুকি ঢঙে নিজের নেশা সেরা
নেশার ঘোরে সব নেশাখোর বর্ষে দমাম ধারা!

ভাঙবো যত বাধার চূড়া ঘুচবে আঁধার কালো
মানব চেতন কাটবে ঘোর ভরবে সেথা আলো
বিদ্বেষ ভুলে এসো একসাথে মিলি ধরণী তলে
বিজন ঘরের মানবতা আজ সকলে পরিব গলে
সকলের তরে সকলে মোরা গাহিব জয়ের গান
পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জীবের মানবতা রাখি মান।


শব্দ ব্যাখ্যা
মালুকি > নেশাগ্রস্ত চতুর চাহনি
দমাম > একরোখা দমনীয় হুঙ্কার


ধৃতি রাজ