শব্দলোকে সলজ্জ আঁখি চেয়ে দেখি
শুভ্র মিত্র সম দাঁড়ায়ে সম্মুখে তুমি
স্থলে জলে বন তলে পড়ে না মনে
কবে কোথা দেখেছি ঊষার কিরণে
আজি ঋতি একত্বে জানি তব বলয়
দু জনার বুকে; খেলে একই মলয়!
না বলা আঁখি বোল খুলি দেয় দ্বারে
উচ্ছ্বাসে বাঁধি হৃদ বাঁধন মরমে মরে
অচিন তুমি হলে একান্ত আপন সঙ্গী
মুক্ত সাজে প্রণয়ে দিলে মধুপ্রেম রতি
কল কল রবে ছুটিল নদীধারা বহিয়া
অতল ঝরনা জাগিল উথলে উঠিয়া
উড়িল গগনে পাখির দল ডানা মেলি
ঝরনা নদী পাখি খেলে গেল ঝালি
হিংসায় দূরে সরে গেল সাগর পাড়
কোন এক অজানা ঠিকানা আড়।।
ঋতি > সৌভাগ্য
ঝালি > ঝুলন খেলা
DHRITI RAJ