যে পথে অগ্রজের গেছে সময় বৃথা
গেঁথোনা সোপানতলে অলীক অযথা,
ভৌত রূপেই আছে চির সংস্কার
খুলে দেখ মীরা চেতনার প্রাত দ্বার।


ধৃতি রাজ