কি করে বাঁচি বল তোকে ছাড়া
এলোমেলো জীবনে ভোর এলো না
আমি অঝোর শ্রাবণে ভিজি
আজও তোকে ফিরে খুঁজি
শূন্য মনের ঘরে সময় হলো সারা।


বুকের ভিতর খানা তোর বুকে বেঁধা
শুধু জীবনটা তোর আমার দুই ঘরে বাঁধা
খোলা জানালায় কোন্ আশায়
চোখ রেখে দিন কেটে যায়
আকাশের রঙ মেখে তবু মন মরা।


দাঁড়িয়ে রাস্তা মোড়ে তোর দিকে চাই
শুধু বিকেলটা তোর আমার হয়ে গেছে ছাই
মন পোড়ে তোর মন পাড়ায়
নিভে যাওয়া আগুনের গায়
নীরবে কাঁদে প্রেম শোকে বুক ভরা।



গীতিকাব্য
ধৃতি রাজ