রিক্ততা আমার অধিকার আমার প্রাপ্য
যেটুকু সর্বলোকে সর্বজনে দিতে হবে বাধ্য।
ভীড়ে অসাম্যে গাহা এক কলা চাঁদের অভিলাশ মাত্র
নিয়মে পড়বে ঢাকা
নয়ত খুলে যাবে ফালি ফালি একদিন
অনুজ্বলতায় যাবে মিশে!
ফোঁটা ফোঁটা খেজূরের জমানো রস
জ্বাল দিয়ে নিঙরে নিবে গাঢ় মিষ্টতা;
স্বাদেন্দ্রিয়ের চাহিদা মতো
নিঙরে নিবে সম্ভ্রান্ততা
আর আমাকে সম্ভ্রমের নীচে রেখে প্রথিতে হবে
শ্রদ্ধার্ঘ্য বরণ।
কালান্তে প্রাপ্য আমার ওইটুকুই,
পরিমাণহীনতার পরিণাম আর সহায়হীনতা চিহ্নে
ফেকাসে,
তবুও গড়ি ছোট্ট নীড় বিবর্ণতার বেড়া আর
অস্ফুট চালায়
রাখি উৎকৃষ্টের জানালা।
DHRITI RAJ