দূর গগনে তাকিয়ে ভানু ভাবছে নীরব হয়ে
যাকিছু ছিল ভাবনা তার নিঃশেষে যায় বয়ে,
ভেসে আসে ঐ মৃদুস্বর সম চলন গমন তায়
জীবন আয়ু কমেছে দেখ কারা যেন বলে যায়,
বলে যায় তারা তরাশ খেয়ে এবার কি যে হবে
শূন্যের আগে দুই চারদিনে পূর্ণ জীবন পাবে।
জাঁকিয়ে বসে ভাবনা ভানুর ভাবতেই তার হবে
বিবর্তনের পথের মাঝে কমেছে কি আয়ু জীবে?
লুপ্ত জীবের সুপ্ত বিচার করবে গভীর মরমে,
লুপ্তির পথে যারা ধাবমান গেছে কি আয়ু কমে?
যত শতকোটি জীব গোত্র ধরায় খেলিছে সদা
ব্যাস্ত মানুষে হিসেব কষে দ্রুততায় যথা তথা,
নিম্নক্রমে ছিল না আয়ু, অভিযোজনই খারা
লুপ্তির পথে যারা ধাবমান প্রমাণ পর্যেষণা,
মানুষ ছাড়া কৃত্রিমত্তা নাহিকো অন্য জীবে
কমেছে আয়ু মানব জাতির তাহারই তৈরি ধাপে।
ত্রিপত্র কাব্য (Trefoil)
ধৃতি রাজ