অর্থ শিক্ষা শাসক জোরে ওরা বাজনাদার গড়ে
গম গমা গম (সমবেত কন্ঠ)
বাদক বাজায় তারই বোলে নিজের কবর খুঁড়ে।

শ্রমিক দোরে আবেগ মাখা ভন্ডের বোল বাজায়
রম রমা রম (সমবেত কন্ঠ)
দেখবে যতেক এদেশ সেদেশ দূর কিংবা পাড়ায়।

গোলক ধাঁধায় ঢোলক কাঁধে ধীৎকা ধীতাং শিরে
চক ঝকঝক (সমবেত কন্ঠ)
দেখতেই পাও কেমন বাজায় ঢোলের তলা ছিঁড়ে।

বোলে ফন্দিবাজ বর্ণবাদী অতুল ধনিক জীবন
নিত্য সভা দৃশ্যে (সমবেত কন্ঠ)
ওরা অভিনয়ে বড্ড পাকা মাথায় বসে আপন।

বুঝবে যেদিন বাজনার বোল দমনের মূল ধারা
গম গমা গম (সমবেত কন্ঠ)
বাদক সেদিন ছাড়বে বাজান হয়ে শুদ্ধ সর্বহারা।



* সমবেত বাদ দিয়ে একক ভাবে আবৃত্তি করা যেতে পারে ~

                         পরিতাপ

অর্থ শিক্ষা শাসক জোরে ওরা বাজনাদার গড়ে
বাদক বাজায় তারই বোলে নিজের কবর খুঁড়ে;
শ্রমিক দোরে আবেগ মাখা ভন্ডের বোল বাজায়
দেখবে যতেক এদেশ সেদেশ দূর কিংবা পাড়ায়;
গোলক ধাঁধায় ঢোলক কাঁধে ধীৎকা ধীতাং শিরে
দেখতেই পাও কেমন বাজায় ঢোলের তলা ছিঁড়ে;
বোলে ফন্দিবাজ বর্ণবাদী অতুল ধনিক জীবন
ওরা অভিনয়ে বড্ড পাকা মাথায় বসে আপন;
বুঝবে যেদিন বাজনার বোল দমনের মূল ধারা
বাদক সেদিন ছাড়বে বাজান হয়ে শুদ্ধ সর্বহারা।



ধৃতি রাজ