স্মৃতির মাঝে বাঁধিনু ডোরে,
যারে একটি বারের তরে -
আঘাতে আঘাত হানিয়া বুকে
যেন নিঠুর পাঁজর ভাঙে।
আস্থাহীনতার তারে তারে জ্বালা
ভ্রম নির্মম রচিল মালা,
জড়ায়ে গলায় করি কৌশল
ভাঙিল হৃদয় স্থায়ী নিশ্চল।

স্বপ্ন জোয়ারে দাঁড়ায়ে দুয়ারে
দলিল রেখে চাপি আনমনে,
জানিবে যেদিন ভুল ভুল
ভুল তব ভাবনার কূল।
বিস্ময় ভরে ভাবনার ঘোরে
ফিরিবার শেষ নাহি পথে,
নিঃশেষে শুধু হিয়া মাঝখানে
দর্পচুর্ণ হবে যবনিকার টানে।
মর্মগ্রহনে শেষ বায়ু প্রাণে
মিশিবে অনু-পরমানুর শিকলে।।


DHRITI RAJ