ঐ নয়নের দুয়ার হতে সরে সরে যায়
এসেছিল চাঁদ কোন্ সে রাতের আঙিনায়।।
নিশি পোহায় হায়
গগনে উঠিছে সূর্য দেখ চন্দ্র মিলিয়ে ধায়
তবু চন্দ্র সূর্য সতত একই আকাশে বহায়!
দহন গহনে ভুলায়
নিশান তাহার বাঁকা পথ ঠিক চিনিয়ে যায়
জ্বলিয়া পুড়িয়া ফিরে ফিরে চায় কর্ষণ ধূলায়।
সাঁঝের প্রদীপ আলোয়
রাতের আঁধার অতি কষ্টে পথ কণিকা দেয়
তোমা বিনে তারা হাহাকারে তাই খসিয়া লুটায়।।
DHRITI RAJ