তোমার বিশ্বাস, তোমার মাতা পিতা হল কোনো এক ধূর্তের আঁকা কল্প গল্প,
যার ন্যুনতম অবমাননা হলে
তোমার উত্তপ্ত রক্ত ধারা মাথায় ওঠে
চোখের তারায় জেগে ওঠে, হিংস্র সিংহের প্রতিচ্ছবি,
তোমার মুখে পাষন্ডের অশ্লীল, লজ্জাকর,
অমার্জিত বুলি -
নোংরা স্ফুলিঙ্গ পুড়িয়ে দেয় জীবন্ত মানুষের সচল দেহ, কিংবা চোখের সামনে নির্মম কষাঘাতে করো শিরচ্ছেদ!
সমাজ নির্বাক! নির্বাক তোমার বিশ্বাস!
নির্মলতর শান্ত তুমি, কল্পনার বিশ্বাসে হয়ে যাও
নরখাদক, স্বজাতির রক্ত খেকো এক দানব!
আমার বিশ্বাস, আমার মাতা পিতা সমাজের নর নারী,
যেখানে তোমার সশরীর আমার পরম আপন,
পরম হৃদি, আমার শ্রদ্ধাশীল।
আজও আমার বাস্তবতা পরাভূত তোমার দানবতায়!
তবুও-
জেগে রয় আমার বিশ্বাস তোমার সুমতির অপেক্ষায়!
ধৃতি রাজ