পূবের কোণে আলোর ঝিলিক
পাখির গানে নাচে ঝুমকো ফুলে ফুলে
ডুম ডুমা ডুম বাজাই মাদল
বাংলা দামাল দলে পাহাড় কন্যা কোলে
এই পাহাড় কন্যা কোলে।

আকাশ ছিঁড়ে আনব তারা
আপন প্রকৃতি কুলে জ্বলবে ধীরে ধীরে
আঁধার পথে ছড়াবে আলো
অন্ধ জাতির ভীড়ে দিগন্তের এই পাড়ে
এই দিগন্তের এই পাড়ে।

পাতাল ফুঁড়ে আনব সাগর
আনব মুক্তা খুঁজে ঢেউয়ের তালে দুলে
বিশ্ব মাঝে বইবে সে স্রোত
জাত জালিয়াত ভেঙে সাম্য ছায়া তলে
এই সাম্য ছায়া তলে।

পূবের কোণে আলোর ঝিলিক
সবুজ ঘাসের ডগে শিশির কণায় খেলে
খোদাই করে সাজাই বিহার
বাংলা দামাল দলে পাহাড় কন্যা কোলে
এই পাহাড় কন্যা কোলে।


ধৃতি রাজ


বাংলা কবিতা স্মারক