"ঐ" সুরে হাঁকে একাদশ স্বরবর্ণে
ঐকাগ্র্যে দেখ আমায় দাঁড়িয়ে সম্মুখে,
ঐক্যতানে শুনে যাও, ঐতিহ্যের গান
ঐকপত্যে কেমনে মোরা কন্ঠে রাখি মান!
ঐক্যপদ্যে আমরা, সুরের ঐক্য রাজা
ঐকবাক্য ঐন্দ্রে ঐরাবত পায় সাজা,
ঐকমত্যে চলি যদি ঐকাত্ম্য মনে
ঐকান্তিক ভাব হবে ঐতিহাসিক ক্ষণে,
ঐহিকে আছে ঐমত প্রাণ ভোমরা সুর
ঐশ্বর্য বলে সবে ঐরূপ ঐক্ষব মধুর।।





DHRITI RAJ