ইতিহাস না জানলে সঠিক
ভেজাল জড়ায় চিন্তাবিদিক
বিগড়ায় মন হিতের ভাষা
আদর্শ মত পথের দিশা,
পাকায় জট মেঘের পাড়ায়
প্রগতিশীল বিচার ধারায়।
এমন সময় করলে প্রয়োগ
গণতান্ত্রিক অধিকার ভোগ,
হয় যে ডাকা ধ্বংসের শাণ
ডুবিয়ে জাতি দেশের মান।।
ধৃতি রাজ