এপার ওপার দুই পারেতে যাওয়া আসা বেশ
এপার দম্ভে যতোই চলো ওপার গেলেই শেষ
রূপটা পেলে বুঝটা বোঝ শক্তি আধার দর্পে
জীবনটা যায় জ্বলে পুড়ে খল মানবের গর্বে
তোমার তুমি কোথাও নেই, শক্তি দমে প্রকাশ
সব পারেতে ক্ষুদ্র কণায় সকল বস্তু বিকাশ
মিছেই ধর্মে সাজাও ভেদ গোষ্ঠী হিংসা জালে
সৃষ্টি শুধুই দৃষ্টিতে দুই এপার ওপার ভাবলে
চেতন মূলে তাকাও ফিরে এই পৃথিবী মাঝে
রূপের গঠন রূপান্তরে রইবে কণা গরজে।
ধৃতি রাজ