হৃদয় কাননে যখন পুলক জাগে হৃদি জনতা মাঝে!
ছোট্ট চিত্তে ডুকরে কেঁদে ওঠে রোজ নিরানন্দ সাজে
এ বিশ্বলয় চলিছে উন্মাদ নেশায় প্রদীপ নিভিয়ে দেয়
কোন্ আশায় কোন্ হাহা বুভূক্ষায় নিজ অপায় মহিমায়?
করিছে ধ্বংস কোন্ বিপ্রগতি বংশ বিস্তারে মতি ভ্রংশ
রক্তচোষা দংশ চায় আরো অংশ কেন আজো হিংস্র?
শীর্ষে বসনে সবই রেখে দখলে নিত্য লহুলীলায় মাতে
কোন্ নরাধামে বেঁধে চলে বহুজনে নীচ হতে নীচতরে?

হে মহামানবে ওঠো তুমি গর্জে ভাঙো আজি দানবে
বদল রণে ধরো টুঁটি ইতিহাসে সাম্যের জয় গানে
বিদ্বজ্জন অগ্নিবীর আর নহে ধীর উন্নত করো শির
মোছ অশ্রুনীর লক্ষ্যে হও স্থির নরাধাম হবে তীর
বিজয় তান আর খুশির বান হবে দুরাচার নির্বাণ
নববিশ্ব প্রাণ তোমার নিষ্ঠা দান হবে সে মহীয়ান।।



অপায়> অমঙ্গল
DHRITI RAJ