লোভনীয় কথা শিরে ধরে সবে ধর্মের ফাঁস ফাঁদে
সমাজ ডোবে ফসকা শেখায় অজ্ঞানে বাসা বাঁধে।
অজ্ঞান হতে ভেসে আসে ওই জীবনের যত ভয়,
কম্পিত হৃদে ফুঁড়ে বসে জুড়ে ভাঙে চেতনার লয়;
সেথা-,
জন্মায় গাঢ় কানা ধেড়ে দীন ভক্তির মোহজাল,
মটকায় রোজ দিন হতে রাত বিবেকের নাড়ি খাল;
বিবেক শূন্য গোঁড়া খঞ্জ সাজে চির মানসিক দাস,
যুগে যুগে ধ্রুব নব নব লোকে মানবতা করে নাশ!
ভন্ডের হাতে দেশ বেশ দল দালালের হাতে জীবন!
মজুরের দোরে অতি দীন ঘিরে জয়গান গায় মরণ!
মানুষের হুঁশে আছো যারা দেশে, চুপচাপ কেন তবে?
মানুষের রূপে জন্তু আদতে, তবে কি ভাবিতে হবে?
চাহো জ্ঞান বীর মিলে মিশে এসো বস্তু চেতন নীড়ে,
অজ্ঞানে নাও বাঁয়ে ডাঁয়ে তব চেতনা অভয় তীরে।
ধৃতি রাজ