অনিত্য অনাস্থা মাঝেও বিবেক জেগে ধায়
অনিষ্ট তাই পায় না সুযোগ চরম ক্ষতির ছায়
কৌশল যার গোপন ডেরা চষে আপন হিয়া
সেথা অনরত্ব ধূর্ত চষে দর্শে নরত্বে সে কায়া,
নিজ গরিমা যাহার ওপর দাঁড়ায় সবল হয়ে
কেউ বলে না দুর্বলে তা শ্রেষ্ঠত্ব খোয়ার ভয়ে
ফল বিলায়ে দম্ভে সচল নিজ গুণে সুপাকা
গুণীর কলা সফল চাবি থাকছে সদাই ঢাকা
এমনি করে চললে গুণী প্রজন্ম হবে বোবা
যুগে উন্নত নয় নিপতনে পাবে শিল্পী আভা।
অনরত্ব > মনুষ্যত্ব হীন বা অমানবতা।
ধৃতি রাজ