ওরা সকলে ভাই ভাই
যেথায় থাক নাচে থৈথৈ
বিশ্ব মাঝে মাথায় সে যে
ছলে সব দেশেতেই রাজা।

জ্ঞাতির সুখে কিবা দুখে
নিত্য নতুন রঙ্গে মাতে
প্রজায় বানায় মুর্খ বোকা
দেয় হরেক রকম ধোঁকা।

টাকা শব্দ দখল রেখে
নিঃস্বে মস্ত স্বপ্ন আঁকে
এদেশ হতে সেদেশ ছোটে
বোঝায়, তারাই সেরার সেরা।

শুধুই বিলাস নকল কিরণ
প্রচারে রয় শোভন হিরণ
তারা বাস্তবে পূত পরজীবী
রক্ত চুষে হর্ষে মাতে সদা।


ধৃতি রাজ
* "নকল হিরণ" কবিতাটি গতকাল (০৭-১১-২০২০) শ্রদ্ধেয় কবি গোপাল চন্দ্র সরকারের ব্যঙ্গ কবিতা "দেশ ভক্ত" পাঠে মন্তব্য করতে গিয়ে প্রেরণা পেয়ে লেখা। তাই "নকল হিরণ" শ্রদ্ধেয় কবির প্রতি উৎসর্গ করা হলো।।