শিহরণ জাগে অনুভূতির সীমায়!
যখন মায়া মমতায় জড়ানো সম্পর্কের বাঁধন
আপনত্বের গাঢ় মিষ্টতা চোখে
অমরপ্রেম এঁকে যায় স্মৃতির শূন্য পাতায়;
তখন অশ্রু সজল আঁখি পাত খুলি
মনের দুয়ার হতে উচ্ছ্বাসে ভাসে
ভারাক্রান্ত খুশির মোহ আধো বুলি
কন্ঠের নিগূঢ় রাগিণীতে আর সিক্ততায়
জেগে ওঠে রসদের ঘ্রাণে আমার নিত্য নব প্রাণ।

হোক জখম তবু বারে বারে প্রেম, ফিরে ফিরে বাঁধে
মনের সুন্দরীয়তার টান অভিলাষে
না পাওয়া শান্তির নীড় ঠিকানা পেতে
মায়া, আবেগ মাখে সতেজতা
হারানোর ছায়ায় বাঁচি অধিস্বতে
জুড়ায় মনের খেদিত সকল জ্বালা আর-
জেগে ওঠে তৃষ্ণার্ত ঘ্রাণে আমার নিত্য নব প্রাণ।



অধিস্বতে> অত্যধিক নিজে থেকে
ধৃতি রাজ