পরিচয় হয়েছিল -
ভেবেছিলেম আর পাঁচটা মেয়ের মতো তুমি নও।
দ্বিতীয় দিন যখন প্রস্তাব রেখেছিলে,
সাদরে গ্রহন করে মনকে বলেছিলেম "মেনে নাও"
প্রথম মাসটি থাকলেও লজ্জা ভয়,
ছিল তোমার অফুরন্ত সময়,
কথা হতো দিনে দুবার, তিন বার বা তারও বেশি,
ভেবেছিলেম সত্যি,
যাক্ একান্ত একাকী কষ্টের অন্ধকার বুঝি ঘুচল।
যেদিন আমার সঙ্গে তোমার জীবনের স্থিরতা পেলে,
তার দুদিন পর থেকে
তোমার আর সেই সময় নেই-
নেই আর আবেগ, যা আমায় ভালোবাসবেই।
বলেছিলে এসএসসি পরীক্ষা,
দেখা যায় না সেই গোলাপী শাড়িতে তোমায়,
মাঝে বার তিনেক শুধু মনের সঙ্গে
মনের ভুল হলো হিসেব নিকেশে-
সেদিনও ভাবনার সীমা ছাড়িয়ে
তোমার মনের সবুজতার কুঁড়ি অথবা
হৃদয় পদ্ম সুরভিত,
বললে শুধু - "সামনের ইলেকশন পরে
তোমার হৃদয়ে আমার চঞ্চল মনকে দেব জুড়ে" ।
ইলেকশন শেষে,
বছর গেলো কেটে,
না মনের অমিল, না হলো ভারী কথা,
তোমার ছিল প্রেমীচ্ছা, এসবই মিথ্যার মিথ্যা।।


DHRITI RAJ