মটকা বাবুর খটকা লাগে
           চলছে মানুষ কিসের দমে?
হাসি খুশি দুঃখ ব্যথা
           বুকের মাঝে কোথায় থাকে?
ঝটকা টানে চুল ছিঁড়ে
           মাঝে মাঝেই প্রশ্ন ছোড়ে;
মাথায় কত বুদ্ধি আছে
           বলতো দেখি ছোট্ট করে।
কেমন করে হচ্ছে মানুষ
           কসাই সে যে যুগে যুগে;
প্রেমের প্রীতি অন্ধ নীতি
           যত্ন করে কোথায় রাখে?


চন্দ্রে নাকি আছে পাহাড়
           সেও মানুষে দেখে বাহার!
ঘর বেঁধেছে আকাশ উপর
           বুদ্ধি আছে শুনছি তাহার!
চালক হীন কেমন যান
           ভাবতে গেল চৌদ্দ প্রহর;
দেশ হতে কোন্ দেশান্তর
           যাচ্ছে মানুষ লাগছে ঘোর।
শুনে কাঁপে থর থরিয়ে
            মানুষ নাকি শূন্যে ভাসে!
সকাল বিকেল দুপুর সাঝে
            কিলিয়ে মাথা বুদ্ধি খোঁজে।


সব দেশেরই শাসক প্রাণ
            রোবট নাকি রাখছে মান;
সোজা সাপ্টা করছে বিচার
            মানুষ গরু সবাই সমান।
এমন কলের হিসাব শুনে
            খটকা মাথায় আগুন লাগে;
মটকা গভীর ভেবেই চলে
            নেভাই আগুন কেমন করে?
মাথায় মেখে সরষে তেল
            বুদ্ধির খোঁজে ভাঙছি দম;
চুলটাই বা থাকে কোথায়
            কাটার পরেও হচ্ছে কম?


চোখের জলে ভিজেই চলে
             নাছোড় বান্দা উত্তর চায়;
এমন জল শুকায় কবে
             কোন্ সে সাগর চোখে ধায়?
মটকা বলে আজব লোকে
             এখন সবাই প্রশ্ন ভয়ে;
একই গড়ন একই ধরন
             ছুটছে তবু আমায় ফেলে।
ধর্ম জোরে হচ্ছে কোথায়
             কেহ অমর কোটি যুগে?
অনেক ভেবে পাই না খুঁজে
             মরছে মানুষ ধর্ম করে।।

মানব জ্ঞানী বলে ডেকে;
             উত্তর আছে প্রকৃতি বুকে
থাকলে আঁধার দেখতে পাবে
             ক্ষীণ আলো থাকতে হবে;
ভুলটা তোমার ঐ খানেতে
             শিক্ষা তুমি পাওনি যে
বুঝলে গোড়া থামো এবার
             শিক্ষা নাও প্রশ্ন ছেড়ে।
মটকা বুঝে আৎকে ওঠে
             ভুলটা ছিল ছোট্ট কালে;
এখন মিছেই ভাবি বসে
             চুল ছিঁড়ে কি উত্তর মেলে?



DHRITI RAJ