গেল চলে অর্ধ বছর কাটেনি বিয়ের ঘোর;
ঘরে বাহিরে কাজের ভিতর দেখবে প্রেমের বহর,
নিবিড় প্রেমে প্রেম যুগলে আয় বাড়াবে ভাবে;
প্রজন্ম ঘরে আনিতে হলে, তাদের টাকা লাগবে,
মুড়ি ভাজা করলো পেশা দিন-রাত চলে খাটি;
বিনিই বুঝি সংসার খানার আঁধার রাতের বাতি,
দুয়ার বামে দেওয়াল মধ্যে গোল আয়না গাঁথা;
সময় কসুর হয়না খালি মুখ খানা তার দেখা,
রামা ছিল বিনির প্রিয় রাতের আয়না জানি;
দিনের কষ্ট রাতেই ঘুচত পেয়ে উষ্ণ ঠোঁটের বাণী।
চাল মুড়ির হাট বাজার আর এগাঁ সেগাঁয় রামা;
কৌতুকে তার নেইতো জুড়ি চলতো আনাগোনা,
দিন দুপুরে কত লোকে আসত রামার খোঁজে;
নাইতে গিয়ে এক কাপড়ে পড়ত ভীষণ লাজে,
শীত গরমে কাঁথা ফ্যানের চাই না দিতে জানান ;
ভুগান মাঝে লুকিয়ে আচে সব কথারই শোনান,
দুঃখ কষ্ট সুখের খোঁজে জীবন লড়াই তত;
তোমরা ব্যথা পাচ্ছ যথা তার চেয়ে বেশি যত!
DHRITI RAJ
আসিতেছে....মাটির দেওয়াল ঘর (ষষ্ঠ খন্ড)