উরিব্বাস! এতো সুন্দর মন আর মনের কিরণ জন্মের পর প্রথম পেলাম!
মানীর কাছে শুনেছিলাম এ দেশের মাটির উর্ব্বরতায় মানুষ উৎকৃষ্ট
শুনেছিলাম মেঠো পথের ঘ্রাণ আর-
সবুজের আঁচল দোলোনে মন ভরে যায় উদাস মধুর সুরে
সারা শরীরে জড়িয়ে যায় নদীর অমর গতি, কাছে দূরে বাঁকে মিলিবারে
দোয়েল ফিঙের নিত্য কলতানে ঋতুর ডালে ডালে।

এখানেই একদিন শিক্ষার বীজ ফলিয়েছেন হরিচাঁদ গুরুচাঁদ
বিস্ময়কর, বাংলা উড়িষ্যা আসামে সে বীজ বপন করে গেছেন নিঃস্বের উঠোনে
পতিত উদ্ধারে মানবের দরবারে।

এই মাটিতেই মহাপ্রাণ যোগেন্দ্রনাথ জন্মছিলেন মহাকাল যুযিবারে
এই মাটিতেই শক্তি সঞ্চয় করে
শ্রেষ্ঠ জ্ঞানী বাবা সাহেবের বিচার ধারা ও সাম্যের ঢেউ দিল্লিতে আছড়ে পড়ে,
এই মাটির পুষ্টিতেই পরিপুষ্ট শেখ মুজিবের উৎকৃষ্টতা
ধর্ম নয়, জাতির ধ্বংসকে রুধিয়াছেন জীবন বাজী রেখে!
এই মাটিতেই মায়ের কোলে অমর একুশের জন্ম!

দুদিনের জন্য হলেও বাংলার মাটি আমি স্পর্শ করেছি
যে রক্তের ধারা বহমান আমার শিরায় উপশিরায়
ফুসফুস হতে অলিন্দে,
সে রক্তে শক্তির যোগান পূর্ণ হল বাংলার জলে বাংলার ফলে
শস্য শ্যামলে।


ধৃতি রাজ