বুঝে দেখ জোলা শূদ্র মোমিন সত্যের বুলিয়ান
নির্ধন প্রজা সমাজের দাস কেন রও চিরকাল?
জন্মের ঘর চৌকাঠ হতে নীচজাতে পিতা সঁপে
নির্দোষ ভাবে মৃত্যু নাগাদ ভাগ্যের দোষারোপে।

কুলীন সাজে গোষ্ঠীর ছাঁচে অর্থের ছলেবলে
তুমি সাজো চক্রে মজে চামচা হাওয়ার পালে
যতোই করো স্তব ভক্তি ছেঁচড়ার কলে ফেঁসে
অন্ধ করে দলবে পায়ে মারবে জাঁতায় পিশে।

যতকাল নুয়ে চলবে এপথে চোখের ঠুলি বুজে
ধর্মের ঘোরে পিতার পথে পুত্রকে দাস বানাবে
নষ্ট নেশার বাঁধন ছিঁড়ে একবার মাথা তোলো
সন্তানে দাও প্রকৃতি শিক্ষা দাও চেতনার আলো।


ধৃতি রাজ