কে এলে মোর শূন্য দ্বারে?
প্রভাত ফেরি আপন করে
নয়নে নয়ন রাখো, পুস্প ডালি লয়ে!
মেঘ মেদুর ঘন আলগা চুলে
হৃদয় হরা প্রেম শিহরণে, নিঃশেষ থরে,
কে তুমি এলে মোর শূন্য দ্বারে?
নব কল্লোল সাজে শূন্য মনে
নৃত্যের ঝংকারে এঁকে যাও ছবি,
ওহে, তুমি কি লেপনী? নাকি আহরণী?
ফেরারি পথে রোজ ঝড় তোলো
উষ্ণ সরসে বা বিরসে
নব কল্লোল সাজে মোর শূন্য মনে।
ভরে দাও যত শূন্য সন
তোমার তুলির টানে ঝলকে ঝলকে,
তারই সুধা দাও ফিরে, অমূল্য তা আহরণে,
নীরবে দেখি আপনারে ভুলে
বিস্ময় ভরা নয়ন নয়নে ভাবনায় মুড়ে;
ভরে দাও আঁকি মোর শূন্য সন।
ধৃতি রাজ