চোখেতে তোমার শ্রাবণ ধারা
মিশেছে নীল আকাশের মাঝে
মিলেছে কুসুম নীড় হারা সাজে
পড়েছো গলায় মলিন মালা
(এবার) ভুলাও মনের সকল মায়া।


মনের আড়ালে নিজেকে হারিয়ে
কত বেদনার মাঝে
দিয়েছো ভরিয়ে সুখের হাওয়াতে
সুখের হাওয়া
হৃদয় চিরে সাড়া।।

ভালোবেসে আজ তুমি মণিহারা
খুলে দাও বাঁধন
জুড়াও বুকের সকল জ্বালাতে
সকল জ্বালা
ঝরুক যত ব্যথা।।


গীতিকাব্য
DHRITI RAJ