.       সিপাহী বুলবুল জোগায় কুল
            বিড়াল আদরে মাছ
        শিয়াল কুকুর বন্ধু পাতায়
             ছাগল চষে গাছ।

        দিচ্ছে নেউল সাপের বিয়ে
            ব্যাঙ বরযাত্রী বসে
        খোকন শুধু দুধভাত খায়
            মজার দেশে এসে।


ধৃতি রাজ