সুন্দর পৃথিবীটা কে বা কারা যেন নিজ পাষন্ড ছাঁচে
অশ্লীল লজ্জাকর অমার্জিত কক্ষ পথে নিক্ষেপ করেছে
যতবার চেয়েছি পূবের পানে দেখি শুধু বর্ণরাহু প্রাতে
আমি আবর্তিত সে কক্ষ পথে নিষ্পাপ পৃথিবীর সাথে।
দীর্ঘ পথ একাচলি, শ্রান্তিতে সাথে চলা চন্দ্র দেখায় মাতি
কারণ বসলে, মস্ত সময় নেয় উঠতে আমার সঙ্গী হাতি
তবু আশা রাখি বারেবারে একদিন পৌঁছে যাবো গন্তব্যে
ক্লান্তি মাখা যত সময় যাপন ধুয়ে যাবে নির্ঝর দাতব্যে।
নীল আকাশের নীল রঙ ছড়াবে ধরায় সে নির্মল গান
সোনালী মুক্ত ধারা পূব হতে পশ্চিমে রয়ে যাবে অম্লান
সুন্দর পৃথিবীটা বয়ে যাবে অনন্ত মার্জিত অক্ষ গেঁথে
আমি আবর্তিত সে কক্ষ পথে নিষ্পাপ পৃথিবীর সাথে।
দাতব্য> মহানুভব
ধৃতি রাজ