সারারাত জাগি বাজিল বাঁশি আর্তে হীরার কোলে
অঝোর বৃষ্টি একোন্ সৃষ্টি; ভরিল মাঠ-ঘাট বিল জলে;
বিল পেল প্রাণ জয় বেণু তার; হৃদ মাঝে বিরাজে
লোহু কণা রূপি জয়ের শক্তি; হীরা মন দরাজে;
দিন শেষে ওই জয়ের ছন্দ; ফিরিল চেতনা তাহার
ঠোঁট বুকে চেতা জুড়ায় ব্যথা হীরা ধন আছে যাহার।
আনন্দ আজ সলজ্জ সাজ একূল ওকূল চেয়ে
বাঁচিলো বিল তার প্রিয় দিল্ ; প্রাণটা থাকিলে দেহে;
সুখে দুখে চলে হীরা সংসারে; দু-আদুরে ছেলে এখন
বিল কোল বোল মনে দেয় দোল জয়হৃদ তার ধন;
প্রাণ ছল্ ছল্ নিতি চলমান; গতি ধারাময় জীবন
বড় দুই ভাই হোক আর যাই; খতম হয়েছে শিখন।
দুই দিন পর মেজ্ভাই তার চাকুরিতে যোগ দেয়
ছিল যত দুখ বাঁধে বাসা বুক; ঘুচে যাবে নিশ্চয়;
খুশি হলো জয় হীরা ডেকে কয়; ভুলিও না ভাইয়া
কষ্টের কথা শুনিবে কেবা; সংসার তরী বাইয়া;
বন্ধু স্বজন খুশি কত জন; ধরে বনভোজ বায়না
খুশির জোয়ারে বিলের ধারে; চলিতেছে তারই ভাবনা।
সপ্তাহ পর চলিল শহর; বাসা ভাড়াতেই রয়
যেন সময় মতে অফিস যেতে; অসুবিধা নাহি হয়;
হীরাজয় ভাবে বাকি ভাইসবে; পাইলে কর্ম শেষে
সার্থক হবে কামলা খেটে; ভাইয়ে পাবে সুখ দিশে;
সাঁঝে হীরাজয় নৌকায় যায় মধ্যি বিলের পানে
চাঁদের আলোয় বাজায় বাঁশি শান্তির সুর টেনে।
DHRITI RAJ
আসিতেছে.... "মধ্যি পাড়ার বিল" (সতেরো)