কদিন হতে জয় ভাবিছে; খাটছি যাদের তরে
তাহারা ভাবেনা সংসার খানা টিকিবে কিনা মোটে
এক ভাই ভুলে গেছেই চলে; বিলে সংসার ভাসে
আর ভাই নিলে বন্ধক রেখে; টাকার অংক কষে;
দুদিন পরে ভোটের ঘোরে; ছুটছে সমাজ কাছে
বাড়ির খাওয়া নাহিকো দাওয়া চিন্তা নাহিকো পাছে।

ধর্ম এখন দলের গঠন: তাই ধর্মের রাজনীতি
যেথায় সেথায় নেতার কথায়; চলিছে অন্ধ প্রীতি;
এ কোন্ নীতি নেতার খ্যাতি? ধরম গ্রন্থে খোঁচায়;
শিক্ষা পেয়ে ভাইয়েরা সবে সমাজে আঁধার ছড়ায়
ভোটের যুদ্ধে জেতার ছন্দে; এখন ম্যাজিক এটা
পুরাণ কথায় বলছে সভায় অসার গোঁয়ার ঝুটা।

শিক্ষার মান কল্পের জান পেলাম ভাইয়ের শিক্ষা
প্রজার ক্ষতি শাসক মতি লোভে ভোটের ভিক্ষা;
আজগুবি কথা টাকার খেলা; ধর্মের করে প্রচার
বানালে অন্ধ বাড়ে ভক্ত সেবার নাহিকো দরকার;
এমন নেতা আমার ভ্রাতা; ভাবতেও ঘৃণা লাগে
ভাগ্যিস আমি শিক্ষা পাইনি যেত সংসার ভেসে।

কু-শিক্ষা বিনে কর্ম গুণে মানবিক ভাই তরে
করেছি মানুষ আমার হুশ; বিশ্বাসে মাঠ বিলে;
কালকে ফল ভোটের কল; পীর মানতে আজহা
জ্যোতিষ যজ্ঞ রয়েছে মগ্ন করিছে বিজয় পাকা!
জয়ের মনে প্রশ্ন জাগে; গেলে জ্যোতিষে জেতা
মিছেই প্রচার খরচ বিচার সভা দরকার কিবা?



আজহা>উৎসর্গ
DHRITI RAJ
আসিতেছে.... "মধ্যি পাড়ার বিল" (কুড়ি)