তিন বন্ধু সদয় অসাড় জয় পিতাদেহ নিয়ে চলে
ছোট চার ভাই মাতা দেহ লয় শবদেহ সৎকারে;
বোধহীন জয় দাগা বুক তায়; জীবন্ত এক লাশ
যত ব্যথা কলি এক সাথে ফুটি ব্যথা ভাঙে নিঃশ্বাস;
জাপটায় মন হারালো বাঁধন চিরতরে আজি খুলে
কোন পথ নাই ফিরে কাঁদে তাই গতাসু নাড়ির মূলে।

উন্মাদ জয়ে সৎকারে ফেরে সে কোন-বুঝ নাহি মানে
চারপাশ ঘিরে আঁধার ধীরে যেন নামিছে জয়ের মনে;
দাওয়ায় শুইয়ে বাতাস পারে হীরা পাশেই বসিয়া রয়
জুড়ি ব্যথায় ব্যথিত আজ-সে শুধু নীরবে কাঁদিয়া সয়;
দুর্মনা মন নিশাত বেদন গলনে আবেশে ডোবে মন
সময় মস্ত প্রকৃতি স্বত্ব অমূল্য জীবনে চলার ধন।

নবাব বলে গিন্নিরে ডেকে নাহি পরিবার মাথা
শোকাহত জনে এমন ক্ষণে থেকে যাই কবেলা;
সম্মতি পেয়ে মায়ে ঝিয়ে ভাবে করিবে কোন্ টা কাজ?
এমন শোকে জিজ্ঞায় কেমনে কোথাকিবা ঘরে সাজ;
তিনদিন তিনরাত জয় জড় দাওয়ায় বসেই থাকে
শুধু নিষ্পলক সে নিসাড় দেহে চেয়ে রয় বিল পানে;
নিষ্প্রাণ বিলে আঁধার নামে কতশত শোক বুকে
ঢেউ ভাঙে কূলে ব্যথার মূলে কলো-কলো রব দুখে।

জয় নির্জীব বুকে ভেবেই চলে স্নেহ ঘেরা যত কথা
হৃদয় জুড়ে অতল গর্ভে; উথলে গহীন ব্যথা;
প্রকৃতি আমার ভালোবাসা হার প্রকৃতি আমার নেশা
এ কোন্ ঘাতে হৃদ জখমে; পুড়িল জনম আশা;
প্রকৃতি চলে অদম্যে আপন সাম্যে ভুল যে তাঁহাদের
নব কুটুমিতে থাকিলে ওপারে মিটত আশা সাধের;
কোনও বুঝ মন মানেনা ক্ষণ বিলের পানে চেয়ে
(ভাবি) আগ্নেয় হৃদি আসিতেছে বুঝি মুক্তি নৌকা লয়ে।


DHRITI RAJ
আসিতেছে... "মধ্যি পাড়ার বিল" (তেরো)