ভরা বর্ষায় ভরা সংসারে ছেলের কর্ম ভরসায়
বিয়ের কথা পিতায় ভেবে প্রস্তাব-দেয় দুই চার গাঁয়;
কাজের গুণে সবাই চেনে মুগ্ধ বাঁশির সুরে
ওপার বিলের হীরার পিতা খবর শুনেই আসে;
প্রহ্লাদ নামে স্নিগ্ধ ডেকে, বাড়ির ভিতর ঢোকে
দীর্ঘ বছর পরে হঠাৎ দেখে, জয়ের পিতা মাতে;
বলে নবাব বন্ধু কুশল বিন্দু অনেক কথাই সয়ে
বন্ধুর স্বরে সুধায় তারে, "দিচ্ছ ছেলের বিয়ে" ?

প্রহ্লাদ শুনে বললে, পেলে, মনের মতো মেয়ে
এই শ্রাবণেই বাজবে সানাই খবর যেও দিয়ে:
নবাব বলে স্বভাব গুণে মন্দ-তো-নয় একটি মেয়ে আছে
রূপের আলোয় কম নয় সে শিক্ষা কর্মে কাজে;
এমন মাইয়্যা দিলে বিয়া নাও যদি বৌ করিয়া
বলবে ভেবে দুদিন পরে, বলবো তখন নাম খুইল্যা;
প্রহ্লাদ শুনে আশায় ডোবে এমন মেয়ে তর সহেনা
বললে আজই যাবো কালই শুভার্থী কোন্ গাঁয়ের পিতা?

উৎসাহী সে আছে ওপার জানবে তাহার স্বভাব
সামনে তোমার দাঁড়িয়ে আছে হীরার পিতা নবাব;
শুনেই প্রহ্লাদে জড়িয়ে ধরে পায় প্রস্তাবে দিশে
গাছের গুণ বীজের মূল রমণীয় রয় মিশে;
এমন চেনা নিখুঁত জানা মেয়ে আমি আর খুঁজি না
তোমার মেয়ে হবে আমার ঘরে, মাতা রূপী হীরা;
তোমার মেয়ে আমার ঘরে থাকবে লক্ষী মতন
আনবো হীরা ওপার হতে কালকেই যাবো দুজন।



DHRITI RAJ
আসিতেছে..... মধ্যি পাড়ার বিল (ছয়)