বৃষ্টি প্রকোপ বাড়িছে ঝলক ধীরেই কমিছে হাওয়া
নৌকা ভরিছে বৃষ্টি নীরে যাচ্ছে না কূল পাওয়া;
প্রহ্লাদ মনে জোর আনে বৈঠা জোরসে টানে
চেষ্টা করি খুঁজে যদি পাই নতুন জীবন মানে;
নৌকা সেচে ফুঁপিয়ে জায়া অশ্রু কপোল মোছে
হীরার কথা হলোনা বৃথা, থাকতাম তার কাছে!

বৃষ্টির বেগ কমছে মেঘ গরজে ঝলক জালে
এতো বৃষ্টি তবু ঘামছি, অসার সমান তালে;
বিপদ কালে বিদশা মাঝে স্মরিছে প্রণয় বিতান
শুভ দৃষ্টির হৃদয় বাঁধন প্রথম ছোঁয়ার সুতান;
প্রহ্লাদ চাহে জায়ার পানে মায়ায় গড়ন লাগে
ক্ষণেই আঁধারে যায় মিলিয়ে বজ্র ঝলক চোখে।

ঝিরি ঝিরি তালে বৃষ্টি চলে, জয়ের বাড়ে উতলা
এলোকই তারা পূজ্য বাবা মা, কি করি রাত্রিবেলা?
জয় ডেকে বলে সকল ভাইয়ে, নেই বৃষ্টি আর
দূরভাষ জাল খঞ্জতা হাল, ঘুরেই আসি ওপার;
ছোট্ট ভাইয়ে ছোট্ট মাথায় বলিল ভয়ের তরে
থামেনি দাদা মেঘ গর্জন যাসনে মোদের ছেড়ে।

হয়তো ওপার বাবা মা আমার; বৌদি পেয়েই খুশি
ভুলেছে তথা বাড়ির কথা পেয়েছে আদর বেশি;
বরং দাদা সবাই আমরা ছাতু মুড়ি খেয়েই ঘুমাই
সকাল ভোরে আসবে টানে বাড়ির পানে তারাই;
সকল ভাইয়ে খাইয়ে নিজে করিতে পারেনা আহার
মনের গহন কোন্ সে কথন উঠিছে জেগে তাহার!



খঞ্জতা> পঙ্গুত্ব
DHRITI RAJ
অসিতেছে..... মধ্যি পাড়ার বিল (দশ)