প্রেম খুঁজি প্রতিক্ষণে
তোর চোখে
ভিতর বাইরে
ভালোবাসার বর্ষণে।
তোর সম্মতি পেলে আমি কাছে আসি
সব ভুলে মন খুলে ভালোবাসি
তোর চোখে চোখ রেখে পায় হাসি
কাঁপে ঠোঁট শিহরণে।
তোর ভিন্ মতে তোকে ছেড়ে চলি দূরে
কিছুক্ষণ আফসোসে মন মরে
সব ভুলি কারো চোখে চোখ পড়ে
অনুমানে প্রণয়নে।
(গীতিকাব্য)
ধৃতি রাজ