মুক্তি চাই মুক্তি চাই মুক্ত হতে মুক্তি চাই
ধনী দীন মধ্য হীন মুক্ত হতে দিন গুনে যাই;
কোন্ মুক্তি কিসে মুক্তি খাই দাই বুঝি না
মুক্তি আশা বুকে বাঁধা স্বপ্ন ভাঙি চাই না;
সঙ্গী মারি পূর্ণ পাপী মৃত্যু পরে স্বর্গ লোভী
পূণ্য তরে আস্থা রাখি পাপ মুক্ত হলো ভাবি।


নর জান হতে নাকি মুক্তি খোঁজে দম ভর
কেহ মুক্তি গেলে দিতে তারে মুক্ত করে হর;
কবে কাকে কেন কই এ কোন্ সঙ্ঘ মুক্তি মই?
কার মুক্তি কে করে খোদ মোক্তা তবে কই?

স্বার্থে মারে ঘৃণা করে শূন্যে ঢেকে নিজে রয়
মৃত্যু পরে মুক্তি আশা বুকে বেঁধে অন্যে দেয়;
মরে মারে দুষ্টে চলে কল্পে গড়ে মুক্তি ভয়
হন্যে হয়ে বন্য মাঝে খোঁজে তবু মূক্তি জয়;
হেন মুক্তি গবা চেতা মৃত্যু পরে জানা নাই
লেহ হেথা লোহ সত্তা অজ্ঞ হতে মুক্তি চাই।।



হর> রোজ
লেহ> ভালোবাসা
লোহ> চোখের জল
ত্রিপত্র কাব্য ( Trefoil)
ধৃতি রাজ